Monday, July 9, 2018

love sms

মনের আবেগ
দিয়ে কখনো বাস্তবতাকে পরিমাপ
করা যায় না। বাস্তবতার কাছে মনের
আবেগের কোন স্থান নেই। মনের
আবেগ ও বাস্তবতা পৃথিবীর দুই মেরুর
মতোই আলাদা। মনের আবেগ
অনেকটা চুইংগামের
মতো যতো ইচ্ছা টেনে লম্বা করা যায়।
যতক্ষন ইচ্ছা চাবানো যায় আর
বাস্তবতা হলো ক্যাডবেরী চকলেটের
মতো, মুখে দিলেই নিঃশেষ
হয়ে যাবে।

No comments:

Post a Comment